সোনামুখী শহরের কার্তিক বিসর্জন যাত্রায় উপচে পড়ল ভিড়।

আবদুল হাই, বাঁকুড়াঃ বাংলায় কালি কার্তিক শহর বলতে সোনামুখীকে বোঝাই। সরকার অনুমোদিত এই বছর ১৯ টি কার্তিক তবে পুজো হয়েছে আরও বেশি। গতকাল সন্ধ্যা থেকে একে একে কার্তিক বিসর্জন যাত্রা বের হয়।কার্তিক বিসর্জন দেখতে শুধু সোনামুখী শহরের মানুষ নয় আশেপাশের মানুষ ভিড় জমায়। বিসর্জন যাত্রাকে কেন্দ্র করে যাতে কোনরকম কোন অপ্রতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় সেই জন্য মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।মোটের উপর কার্তিক বিসর্জনকে কেন্দ্র করে জমজমাট সোনামুখী পৌরশহর। গতকাল শুরু আজ বিকাল পর্যন্ত চলবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *