গ্রাম জাগাও,চোর তাড়াও,বাংলা বাঁচাও।

নাদিয়া, নিজস্ব সংবাদদাতা:- গ্রাম জাগাতে,চোর তাড়াতে, বামফ্রন্টের মিছিল চাঁদুড়িয়া অঞ্চল জুড়ে।তৃণমূল সরকারের শাসনে গত এগারো বছরে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় অরাজকতা,গুন্ডামী,তোলাবাজিএবং দূর্নীতি সাধারণ মানুষের সহ‍্যের সীমা কে শ্মশানের ঠিকানা য় পৌছে দিচ্ছে।একশো দিনের কাজ বন্ধ লক্ষ লক্ষ কর্মহীন শ্রমজীবী মানুষ।এদের উৎখাতে সময় হয়েছে।বামফ্রন্টের কৃষকসভা,ক্ষেতমজুর,সিআইটিইউ এর আবেদনে গ্রাম বাংলা কে বাঁচাতে চোর তাড়ানো কাজ গোটা নভেম্বর মাস জুড়ে চলবে। রাজ‍্যের সাতাত্তর হাজার পঞ্চায়েতে থাকা মানুষ গুলি আজ বিপন্ন।এই মিছিল শিমুরালি স্টেশন সংলগ্ন সিপিআইএম পার্টি অফিস থেকে শুরু হয়।রেলগেট বাজার অতিক্রম করে চাঁদুড়িয়া পঞ্চায়েত হয়ে শান্তি সংঘের ক্লাবের পাশ দিয়ে মালোপাড়া হয়ে মলিচাগড় ঘুরে বেশ কয়েক কিমি ঘুরে শিমুরালি স্টেশনে শেষ হয়।প্রধান মন্ত্রীর নির্দেশে একদিকে রামমন্দির অপর দিকে রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী নির্দেশে দীঘায় জগন্নাথ মন্দির। মেলা খেলা পূজা ফেস্টিভ্যালে মেতে রয়েছে।ঐদিকে চাকরি চুরি,কয়লা, গরুচুরি,করে চোরেরা এখন জেলে।সর্বত্র আওয়াজ তোলার আবেদন,কাজ চাই,শিক্ষা চাই,শিল্প চাই,ফসলের দাম চাই পরিশেষে এই রাজ‍্যটা কে বাঁচাতে চাই পুঁজিপতিদের অবাধ লুটের রাজ‍্যত্ব কে বাঁচাতে এই পদযাত্রায় শামিল হোন।অমল ভৌমিক,বিশ্বনাথ গুপ্ত,স্বর্ণেন্দু দত্ত এবং বিকাশ বিশ্বাস সহ কৃষকসভা, ক্ষেতমজুর,সিআইটিইউ,ছাত্রযুব সহ বামফ্রন্টের নেতৃত্ব নেত্রী সহ সাধারণ মানুষ আজকের পদযাত্রায় অংশ গ্রহন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *