পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাত পোহালেই কাঁথির বুকে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাঁথিতে জনসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, তার আগে ইতিমধ্যে সভাস্থলের কাছে প্রস্তুতিপর্ব খতিয়ে দেখেন রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কোর্টে গিয়েছিলেন যাতে সভা না হয়। শুভেন্দু অধিকারীর আবেদন খারিজ করে দেওয়া হয় এবং সভা করার সম্মতিও দেওয়া হয়।। এ বিষয়ে ছাত্র যুব নেতা সুপ্রকাশ গিরি বলেন কোথাও শুভেন্দু অধিকারী ভয় পেয়েছেন তাই তিনি সভা বন্ধ করার চেষ্টা করছেন।
অন্যদিকে কাঁথিতে জনসভা একদিকে অন্যদিকে পরীক্ষা রয়েছে। সে বিষয়ে মন্ত্রী অখিল গিরি বলেন সভার জন্য পরীক্ষা বন্ধ হবে না, মাইক চলবে ঠিকই কথা, নির্বিঘ্নে পরীক্ষা চলতে পারে। কোন অসুবিধা হবে না। অ্যানুয়াল পরীক্ষা আগে থেকে পড়েছিল তা আমরা জানিনা তবে আমাদের মিটিং এর সিদ্ধান্ত আগে থেকেই হয়েছিল তাই ৩রা ডিসেম্বর সভার প্রস্তুতি করা হয়েছে। তার জন্য মাইক চলবে মিছিল হবে হয়তো পরীক্ষার অসুবিধা হতে পারে তার জন্য আমরা স্কুলকে পরীক্ষা বন্ধ করতে বলিনি।
কাঁথিতে জনসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, তার আগে ইতিমধ্যে সভাস্থলের কাছে প্রস্তুতিপর্ব খতিয়ে দেখেন রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি।

Leave a Reply