পূর্ব বর্ধমান জেলাতেও শুরু হয়েছে বাংলা মোদের গর্ব মেলা। বর্ধমান এক নম্বর ব্লকের বিদ্যাসাগর স্কুল মাঠে তিন দিনব্যাপী শুরু হলো বাংলা মোদের গর্ব মেলা।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর বাংলার সংস্কৃতি ও মেয়েদের স্বনির্ভর করার উপর বেশি জোর দিয়েছেন। গ্রাম বাংলার মহিলাদের তৈরি হাতের বিভিন্ন জিনিস ও সেই জিনিস বিক্রির জন্য করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন রকম মেলা। সেই রকমই এক মেলা বাংলা মোদের গর্ব। যেখানে মূলত বাংলার সংস্কৃতিকে তুলে ধরা হচ্ছে বারবার। পূর্ব বর্ধমান জেলাতেও শুরু হয়েছে বাংলা মোদের গর্ব মেলা। বর্ধমান এক নম্বর ব্লকের বিদ্যাসাগর স্কুল মাঠে তিন দিনব্যাপী শুরু হলো বাংলা মোদের গর্ব মেলা। আজ এই মেলার শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ, বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন কাকলি তা, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারি সভাধিপতি দেবু টুডু, জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক রামশংকর মন্ডল, বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ কুমার মালিক, বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস, বর্ধমান থানা ইন্সপেক্টর ইনচার্জ সুখময় চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *