নিষিদ্ধ শব্দবাজি নিষ্ক্রিয় করলো বোম স্কোয়াড টিম।

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- কালীপুজোর সময় বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে জেলাজুড়ে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে অবৈধ ভাবে বিক্রি হওয়া শব্দবাজি বাজেয়াপ্ত করে পুলিশ। তাই কালীপুজো উপলক্ষে বীরভূম জেলার দুবরাজপুর শহরে দুবরাজপুর থানার পুলিশ অভিযান চালিয়ে অবৈধভাবে বিক্রি হওয়া আনুমানিক ৪৫ কেজি শব্দবাজি বাজেয়াপ্ত করে। সেই সমস্ত শব্দবাজি দুবরাজপুরের নিরাময়ের কাছে একটি ফাঁকা জায়গায় নিষ্ক্রিয় করা হয়। বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য সিআইডির বোম স্কোয়াডের টিমকে খবর দেওয়া হয়েছিল। তাই আজ বৈকালে বোম স্কোয়াডের টিম এসে সেগুলি নিষ্ক্রিয় করে। এদিন উপস্থিত ছিলেন ডিএসপি হেড কোয়ার্টার মোহতাসিম আখতার, দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেন সহ অন্যান্য পুলিশ কর্মী ও দুবরাজপুর গ্রামীন হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং দমকলের কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *