উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- প্রকাশ্যে দিনের আলোয় পুকুর ভরাট উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ এর 17 নম্বর ওয়ার্ডের মিলন পাড়া এলাকায়। কালিয়াগঞ্জ গণেশ টকিজ এর পশ্চিম দিকে পবন মোর্য পুখুর ভরাটে কাজ চলছে। এলাকাবাসীর অভিযোগ পৌর এলাকায় কিভাবে পুকুর ভরাটের কাজ চলছে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দাঁড়িয়েছে। বর্তমানে পুকুর ভরাটের কাজ বেআইনি কিন্তু চলছে পুকুর ভরাটের কাজ কি ভাবে এই নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দাঁড়িয়েছে। 17 নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর বসন্ত রায় এটা পুকুর নয় ডোবা । বলতে পারছিনা রেকর্ড কি নামে আছে পুকুর ডোব আমার যানা নেই। কালিয়াগঞ্জ পৌরসভা পোরপতি রাম নিবাস সাহা কে টেলিফোন মাধ্যমে জানানো হয়। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে যানা। । কালিয়াগঞ্জ এর বি এল আর ও সুমন তামাং বলেন সংবাদ মাধ্যমের জানলাম বিষয় টি দেখছি।
প্রকাশ্যে দিনের আলোয় পুকুর ভরাট উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ এর 17 নম্বর ওয়ার্ডের মিলন পাড়া এলাকায়।

Leave a Reply