পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বাঙালির বারো মাসে তেরো পার্বণ। নবান্ন দিয়ে উৎসবে শুরু এবং নবান্নতেই শেষ। গ্রাম বাংলার দিকে দিকে পালিত হয় নবান্ন উৎসব। সেই রকমই আজ রাঢ় বঙ্গের অধিষ্ঠি দেবী মা সর্বমঙ্গলার নবান্ন উৎসব অনুষ্ঠিত হলো। সকালবেলা থেকেই ভক্তরা মায়ের পুজো দিতে মন্দিরে আসেন। প্রচুর সংখ্যক মানুষ আজ মায়ের অন্ন কুটের কুপন কেটেছেন এবং ভোগ গ্রহণ করবেন। সকালবেলা থেকেই ভক্তরা লাইন দিয়ে ভক্তি ভরে মায়ের পুজো দিচ্ছেন। মা সর্বমঙ্গলা তিনি শুধুমাত্র বর্ধমানের নয় গোটা রাঢ় বঙ্গের অধিষ্ঠি দেবী। বিগত দুবছর করোনা মহামারীর জন্য এইরকম বড় করে মায়ের নবান্ন উৎসব পালিত হয়নি।

এবছর তাই জাঁকজমক সহকারে পালিত হচ্ছে মা সর্বমঙ্গলার নবান্ন উৎসব। এই নবান্ন উৎসবে মায়ের জন্য বিশেষ নৈবদ্য ব্যবস্থা করা হয়। এই নবান্ন উৎসব সম্পর্কে ক্যামেরার মুখোমুখি হয়ে সর্বমঙ্গলা ট্রাস্ট বোর্ডের সম্পাদক সঞ্জয় ঘোষ তিনি বলেন, বিগত দুবছর আমরা মায়ের গর্ভগৃহে পালিত করেছি নবান্ন উৎসব। তাই এবছর বেশ জাকজমক সহকারে পালিত হচ্ছে মায়ের নবান্ন উৎসব। আজ মাকে বিশেষ নৈবদ্ধ অর্পণ করা হয়েছে। যার মধ্যে রয়েছে ১৩ টি ভাজা এবং বিভিন্ন রকম পদের ভোগ। আজ প্রায় বারোশো মানুষ মায়ের অন্ন কুটের কুপন কেটেছেন এবং বেলা একটার সময় মায়ের ভোগ বিতরণ হবে।
Leave a Reply