আবদুল হাই, বাঁকুড়াঃ পঞ্চায়েত ভোটের আগে শুরু হয়েছে তৃণমূলের নয়া কর্মসূচি ‘চলো গ্রামে যাই। মহিলা তৃণমূল কংগ্রেস এই কর্মসূচি নেতৃত্ব দিচ্ছেন। বুথ ভিত্তিক রিপোর্ট হাতে তুলে নিচ্ছেন তারা। এর পাশাপাশি চলছে মহিলা পঞ্চায়েতি সভাও।সেই মত বাঁকুড়া জেলার মেজিয়া ব্লকের সভানেত্রী সুস্মিতা ঘোষের নেতৃত্বে শ্যামাপুর গ্রামে এই কর্মসূচি পালন করা হল। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌ সেনগুপ্ত, বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি মলয় মুখার্জি সহ একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। এদিনের এই কর্মসূচিতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মূলত রাজ্য সরকারের একাধিক প্রকল্পের প্রচার করা হচ্ছে চলো গ্রামে যাই কর্মসূচিতে। এই কর্মসূচিতে বাঁকুড়া জেলা জুড়ে ব্যাপক সাফল্য মিলছে এবং আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল সমস্ত মহিলাদের ভোট পাবেন বলে বিশ্বাসী বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।
চলো গ্রামে যাই কর্মসূচিতে ব্যাপক সাফল্য মিলছে দাবী বাঁকুড়া জেলা তৃণমূল নেতৃত্বের।

Leave a Reply