নিজস্ব সংবাদদাতা, তপনঃ- কাঁথির মারিশদা আদিবাসি গ্রামের বাসিন্দাদের আবাস যোজনা না পাওয়ার ঘটনার ছায়া এবার দেখতে পাওয়া গেল দক্ষিন দিনাজপুর জেলার তপনের ৫ নম্বর দীপখন্ডা অঞ্চলের অধ্যুষিত বানেশ্বর গ্রামে। যদিও এই অঞ্চলের আদিবাসিদের ক্ষোভ বিক্ষোভের কথা কোন নেতা জানতে গ্রামে যায় নি, তবে দীর্ঘ দিন আবাস যোজনায় ঘর পাওয়া থেকে বঞ্চিত থেকেই তারা আজ ক্ষুদ্ধ হয়ে তৃনমুল পরিচালিত দীপখন্ডা পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে অফিস চত্বরে চলে এসেছেন।
বানেশ্বর গ্রামে প্রচুর আদিবাসি জনজাতি মানুষের বাস।অভিযোগ তারা প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাওয়ার উপযুক্ত, এমনকি দুই বার এলাকায় এই নিয়ে স্থানিও তৃনমুল পরিচালিত পঞ্চায়েত ও বিডিওর তরফে সার্ভে হয়ে গেলেও তারা কোন ঘর পাননি।
তাই আজ বাধ্য হয়ে গ্রামের আদিবাসি বাসিন্দারা দীপখন্ডা পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন।যতক্ষন না ঘর পাওয়ার আশ্বাস মিলছে ততক্ষন এই ঘেরাও চলবে। এই নিয়ে টান টান উত্তেজনা দেখা দিয়েছে তপনের দীপখন্ডা এলাকায়।যদিও এলাকায় উত্তেজনা থাকায় দেখা মেলেনি কোন তৃনমুল পরিচালিত দীপখন্ডা পঞ্চায়েতের আধিকারিককে, ফোন করলেও ফোন ধরেনি কেউ, তাই তাদের তরফে কোন বক্তব্য পাওয়া সম্ভব হয় নি।
এদিকে পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে আসা কৃষন কুজুর, বুলবুলি টুডু ও অনান্য আদিবাসি জনজাতি মানুষদের অভিযোগ তাদের এলাকায় প্রায় ২৫ -৩০ টি আদিবাসি পরিবারের বসবাস, তারা প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের জন্য আবেদন ও করেছিলেন, দুই দুইবার স্থানিও পঞ্চায়েত ও বিডিওর তরফে সার্ভে করা হয়েছিল।এরপরেও তালিকা থেকে নাম কেটে দেওয়ায় তারা ঘর পাননি।তাদের আরো অভিযোগ অথচ যাদের জমিজমা ও ঘরবাড়ি আছে তাদেরকে এই আবাস যোজনা পাইয়ে দেওয়া হয়েছে। তাই তারা আজ বাধ্য হয়ে এই পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে এসেছেন। যতক্ষন না তাদের পঞ্চায়েত বা বিডিওর তরফে ঘর মেলার আশ্বাস দেওয়া হচ্ছে ততক্ষন তাদের এই ঘেরাও কর্মসুচি চলবে বলে তারা জানান।
এখন দেখার কখন দেখা মেলে পঞ্চায়েতের সদস্যদের বা স্থানিও বিডিওর, তারা এসে কি কোন আদৌ আশ্বাস সত্যি সত্যি দেন না আজও এই গ্রামবাসিদের খালি বিক্ষোভ দেখিয়েই ক্ষান্ত হয়ে সেই বঞ্চনার জ্বালা নিয়ে তাদের ভাংগাচোড়া ঘরে ফিরে যেতে হয়।
Leave a Reply