দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বালুরঘাট পৌরবাসীদের ফুল বেলপাতা সহ পূজার সামগ্রী ফেলার সমস্যার কথা মাথায় রেখে পৌরসভার পক্ষ থেকে পৌরবাসীকে কথা দেওয়া হয়েছিল যে এই ফুল বেলপাতা সহ পূজার সামগ্রী খেলার গর্ভেজ ফ্যান উপহার দেবে পৌরবাসীকে পৌরসভা। এবার কথা রাখার পালা। বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে তাদের কথা রেখে পাঁচটি ফুল বেল পাতা সহ পূজার সামগ্রী ফেলার গার্বেজ ভ্যান উদ্বোধন করা হলো। পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে যে বালুরঘাট পৌরসভার ২৫ টি ওয়ার্ড কে পাঁচটি জোনে ভাগ করে প্রতিটি জনের জন্য একটি করে গার্বেজ ভ্যান প্রদান করা হবে। আর সেই গার্বেজ ভ্যানগুলি পৌরসভার পৌরবাসীদের বাড়ি থেকেই পূজার সামগ্রী নিয়ে এসে জাগায় পৌছে দেবেন। শহরকে দূষণমুক্ত রাখতে পৌরসভার এই উদ্যোগ সত্যি প্রশংসনীয়।
বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে তাদের কথা রেখে পাঁচটি ফুল বেল পাতা সহ পূজার সামগ্রী ফেলার গার্বেজ ভ্যান উদ্বোধন করা হলো।

Leave a Reply