নিজস্ব সংবাদদাতা, চাঁদুড়িয়াঃ- ৬ই ডিসেম্বর –
অস্বাভাবিক দ্রব্য মূল্য বৃদ্ধির বিরুদ্ধে,রাজ্য সরকারের শিক্ষাক্ষেত্র সহ অন্যান্য ক্ষেত্রে কর্মী নিয়োগে ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে,বেকার যুবকদের কর্মসংস্থানের দাবীতে,পঞ্চায়েতের দুর্নীতি এবং স্বচ্ছ পঞ্চায়েত তৈরি করতে, “গ্রাম জাগাও/চোর তাড়াও/বাংলা বাঁচাও”, “চোর ধরো/ জেল ভরো” এই একগুচ্ছ দাবীতে শ্রমিক কৃষক ক্ষেতমজুর মহিলা ছাত্র যুব সহ অন্যান্য ফ্রন্ট এর প্রচুর সংখ্যক কর্মী সমর্থক নেতৃত্ব সহ একেবারে সাধারন মানুষের উপস্থিতিতে আজ বিকেল বেলায় অধিকার রক্ষা যাত্রার শিমুরালি স্টেশন সংলগ্ন পার্টী অফিস শুরু হয় এই মিছিল।চাঁদুড়িয়া রেলগেট বাজার হয়ে মনসাপোতা,নির্মলপল্লী হয়ে আবার পার্টী অফিসে শেষ হয় এই মিছিল।
আজকের এই অধিকার রক্ষা যাত্রার মিছিল প্রায় ১০ কিলোমিটার পথ অতিক্রম করে।
সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এই অধিকার রক্ষার জাঠা এই বার্তা দেয়…. আসন্ন পঞ্চায়েত নির্বাচনে লড়াই তীব্র থেকে তীব্রতর হবে।
Leave a Reply