ডেঙ্গু ঠেকাতে পদযাত্রা ইন্দপরে।

আবদুল হাই, বাঁকুড়াঃ ডেঙ্গু নিয়ে সচেতনতা প্রচার হল ইন্দপুরে। আজ মঙ্গলবার গভর্মেন্ট আইটিআই ইন্দপুর রানিং আন্ডার পিটিপির উদোগে ইন্দপুর ব্লক প্রশাসন ,পঞ্চায়েত সমিতি ও ইন্দপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সহযোগিতায় এই ডেঙ্গু সচেতনতা নিয়ে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয় । কলেজের প্রিন্সিপাল আলী ইমাম খান জানান ,গ্রামাঞ্চলে ও ডেঙ্গুর প্রভাব সংক্রমণ যেভাবে বেড়েই চলেছে সেই বিষয়ে সচেতনতার উদ্দোশে আজ কলেজ থেকে শুরু হয়ে ইন্দপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এসে শেষ হয় এই পদযাত্রা টি।পাশাপাশি এদিন
প্রায় ২০০ জন ছাত্রছাত্রী, ইন্দপুর ব্লক প্রশাসনের ও ইন্দপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মীরা এই পদযাত্রায় অংশগ্রহণ করেন।
উপস্থিত ছিলেন ইন্দপুরের বিডিও সৌমেন দাস, জয়েন্ট বিডিও অনুশ্রী মাশাট,ইন্দপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বি এম ও এইচ ড: কাজল দে প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *