শীতার্ত মানুষদের পাশে দাঁড়ালো শাহ আলম শেখ।

আবদুল হাই, বাঁকুড়াঃ কবি জসীমউদ্দীন এর ভাষায় সবার সুখে হাসবো আমি
কাঁদবো সবার দুঃখে
নিজের খাবার বিলিয়ে দেব
অনাহারীর মুখে।
শীতের রাতে শীতবস্ত্রহীন মানুষজনকে এখনো দেখা যায় যে তারা কত কষ্টে রাত যাপন করছে।কি আর করবে ওরা যে অসহায়। সারাদিন যেটুকু রোজগার করে তা দিয়ে কোনমতে সংসার চলে। ওদের যে শীতবস্ত্র কেনার অর্থ নেই। এই সব শীতার্ত মানুষদের জন্য এগিয়ে এলেন বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের শাহ আলম শেখ।আমরা করবো জয় এর সহযোগিতায় আজ বিষ্ণুপুর ব্লকের জঙ্গল লাগোয়া বাসুদেবপুরের দুঃস্থ অসহায় পরিবারের সদস্যদের হাতে কম্বল,চাদর তুলে দেওয়া হল।সব ধর্মেই বস্ত্রদান কে মহা পুণ্য কাজ বলে ধরা হয়। তবে পূর্ণ অর্জনের জন্য নয়, শীতবস্ত্র গুলো দান করলেন এই কনকনে শীতে দীন দুঃখী মানুষদের অসহায়তার কথা ভেবে।শীতে একটি উষ্ণ বস্ত্র কিছু মানুষের কাছে অনেক বড় কিছু পাওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *