উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- ২০১৯ সালে আবাস যোজনা ঘরের জন্য দরখাস্ত করেন কিন্ত 2022 সালে ঘরের বাবদ ৬০ হাজার টাকা পায়। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর হাসপাতাল পাড়া এলাকায় বাঁশতলা মোরে বিশ্বজিৎ কুন্ডু ২০১৯ সালে নিজের বেড়ার বাড়ি ভেঙে অনেক স্বপ্ন নিয়ে আবাস যোজনা ঘর পাবার জন্য পুরনো ঘর ভেঙে ছিলেন। কিন্তু বর্তমানের তার পরিস্থিতি আরো ভয়ানক তিনি পলিথিন টাঙ্গিয়ে নিয়ে রাত্রি যাপন করছেন এখনো তার বাড়ি সম্পূর্ণ হয়নি। ২০১৯ সালে ঘরের জন্য দরখাস্ত করেন পৌরসভায় সে মতাময়িক তার ঘরও চলে আসে তিনি ঘর ভেংগে কাজ শুরু করেন কিন্তু টাকা পেতে পেতে ২০২২ সাল তার লেগে যায়.।দুই ধাপে তিনি টাকা পান। কিন্তু ২০২২ শেষে ২৩শে পরবে। আজও তার বাড়ি হয়নি। অর্ধেক কাজ হয়ে গেছে শুধু ছাদ আর প্লাস্টার মেঝে বাকি। কিন্তু অর্ধেকের বেশি টাকা তিনি এখনো পাবেন। পৌরসভায় গেলে তাকে জানানো হয় তার একাউন্টে ঘরের টাকা ঢুকে গেছে কিন্তু ব্যাংকে গেলে জানতে পারে টাকা ঢোকেনি। তার বাড়ি ব্যাংক থেকে দেড় কিলোমিটার দূরত্ব। তিনি বর্তমান কিছুই করে না। প্রতিদিন তিনি তার প্রাপ্ত ঘরের টাকার জন্য তাকে হয়রানির শিকার হতে হচ্ছে। তাই তিনি সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে প্রশাসনকে জানাতে চায় এবং অনুরোধ জানাই বিশ্বজিৎ কুণ্ডু। অতি সত্তর তার ঘরের টাকা দেওয়া হলে বাকি ঘরের কাজ সম্পূর্ণ করতে পারে এবং তিনি ভালোভাবে বসবাস করতে পারে পরিবার নিয়ে।
বাড়ি ভেঙে অনেক স্বপ্ন নিয়ে আবাস যোজনা ঘর পাওয়ার জন্য পুরনো ঘর ভেঙে ছিলেন, কিন্তু বর্তমানের তার পরিস্থিতি আরো ভয়ানক!

Leave a Reply