সদাইপুর, সেখ ওলি মহম্মদঃ- কালীপুজোর সময় বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে জেলাজুড়ে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে অবৈধ ভাবে বিক্রি হওয়া শব্দবাজি বাজেয়াপ্ত করে পুলিশ। তাই কালীপুজোর সময় সদাইপুর থানার পুলিশ অভিযান চালিয়ে অবৈধভাবে বিক্রি হওয়া আনুমানিক ২০ কেজি শব্দবাজি বাজেয়াপ্ত করে। সেই সমস্ত শব্দবাজি আজ সদাইপুর থানা এলাকার একটি ফাঁকা জায়গায় নিষ্ক্রিয় করা হয়। শব্দবাজিগুলি নিষ্ক্রিয় করার জন্য সিআইডির বোম্ব ডিসপোজাল স্কোয়াডকে খবর দেওয়া হয়েছিল। তাই আজ সিআইডির বোম্ব ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা এসে শব্দবাজিগুলিকে নিষ্ক্রিয় করে। এদিন উপস্থিত ছিলেন সিউড়ি সদর সার্কেল ইন্সপেক্টর কিশোর সিনহা চৌধুরি, সদাইপুর থানার আধিকারিক, দুবরাজপুর গ্রামীন হাসপাতালের চিকিৎসক ও দমকল বিভাগের কর্মীরা।
নিষিদ্ধ শব্দবাজি নিষ্ক্রিয় করলো বোম্ব ডিসপোজাল স্কোয়াড।

Leave a Reply