নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বৌভাতের দিন পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মৃত ওই ব্যক্তির নাম সদানন্দ সর্দার। বয়স ২৫ বছর। মোটরসাইকেল দুর্ঘটনায় তার মৃত্যু হয় গাংনাপুর থানার আসমালিতে। সদানন্দ সর্দারের বাড়ি গাংনাপুর এরুলি মন্ডলপুকুরিয়ায়। গতকাল বিয়ের পর আজ মামাকে বাড়িতে পৌঁছে দিতে মোটরসাইকেল করে আসমালিতে যায় সদানন্দ। পথে একটি শিয়ালের সঙ্গে ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।আজ তার মৃতদেহ রানাঘাট মহাকুমা হাসপাতালের পুলিশ মর্গে ময়নাতদন্ত হয়।
বৌভাতের দিন পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের।

Leave a Reply