জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- গতকালকে ক্রান্তিতে মহিলা সমাবেশ করেছে রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ।আজকে তার প্রতিফলন ঘটলো ক্রান্তি ব্লকের বারোঘরোয়া ২০/১৭৭ বুধে ।এদিন সন্ধ্যায় ২১ টি পরিবারের প্রায় ১১০ জন স্বতঃর্স্ফূত ভাবে তৃণমূল কংগ্রেস এ যোগদান করলেন। দলীয় পতাকা হাতে তুলে দিলেন ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মহাদেব রায় ,,ক্রান্তি পঞ্চায়েত সমিতি সভাপতি পঞ্চানন রায় ,করুনাময় চক্রবর্তী ও অন্যান্য নেতৃত্বরা ।বি ,জে ,পি ছেড়ে যোগদান করি বিনো রায় ,মলিন রায় জানালেন,তারা বি,জে ,পি করতেন কিন্তু বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের অনুপ্রাণিত হয়ে বি, জে ,পি ছেড়ে তৃণমূল কংগ্রেসের পতাকা নিলেন। এই বিষয়ে ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মহাদেব রায় জানালেন,মানুষ বি, জে ,পি মিথ্যা প্রতিশ্রুতি এবং ধর্মের নামে রাজনীতি করে বলে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারা কে সামনে রেখে আজকে সাধারণ মানুষ বি, জে, পি ছেড়ে তৃণমূল কংগ্রেস যোগদান করছেন আগামী পঞ্চায়েত ভোটে ক্রান্তি ব্লক বি, জে, পি পুরোপুরি ধরাশায়ী হবে বলে দাবি করেন।তিনি আজকে বি, জে, পি ছেড়ে ২১ টি পরিবারের মোট ১১০ জন ভোটার তৃণমূল কংগ্রেস যোগদান করছেন বলে দাবি করেছেন
২১ টি পরিবারের প্রায় ১১০ জন স্বতঃর্স্ফূত ভাবে তৃণমূল কংগ্রেস এ যোগদান করলেন, দলীয় পতাকা হাতে তুলে দিলেন ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মহাদেব রায়।

Leave a Reply