প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে।

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- রাজ্য শিক্ষক নিয়োগ নিয়ে একাধিক দুর্নীতি মামলা ও তদন্তের মাঝেই আগামীকাল রবিবার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা। আর এই পরীক্ষার জন্য কোনো খামতি রাখছে না পর্ষদ। গোটা রাজ্য জুড়ে হাজার হাজার পরীক্ষার্থী পরীক্ষা দেবে। প্রাথমিক শিক্ষক নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে শুধু পরীক্ষার্থী নয়, সেন্টার ও অফিসার ইনচার্জ, অবজারভার এবং ইনভিজিলেটররাও মোবাইল ফোন, ইলেকট্রনিক গ্যাজেট ব্যবহার করতে পারবেন না। তাই শেষ মুহূর্তের প্রস্তুতি আমাদের ক্যামেরায় ধরা পড়ল বীরভূম জেলার দুবরাজপুর আরবিএসডি উচ্চ বিদ্যালয়ে। এই বিদ্যালয়ে প্রতিটি শ্রেণীকক্ষ স্যানিটাইজ করা হয়েছে। পাশাপাশি পরীক্ষার্থীদের আসন ভিত্তিক রোল নম্বর বসানোর কাজ দ্রুত গতিতে চলছে। এই বিদ্যালয়ে বিভিন্ন প্রান্ত থেকে ৩৫০ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবে। আরবিএসডি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শোভন রায় জানান, যেভাবে আমাদের নির্দেশিকা দেওয়া হয়েছে, সেরকম ভাবেই সমস্ত কাজ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *