বিবাহ বার্ষিকীতে শিক্ষক দম্পতির মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার।

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- বিবাহ বার্ষিকীতে মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার করলেন বীরভূম জেলার দুবরাজপুর স্টেশন পাড়ার বাসিন্দা শিক্ষক দম্পতি কৌশিক মাহাতা ও অন্তরা মাহাতা। উল্লেখ্য, আমরা জন্মদিন বা বিবাহ বার্ষিকীতে ধুমধাম সহকারে আত্মীয় স্বজনদের নিয়ে আনন্দ উপভোগ করে থাকি। কিন্তু আজ দুবরাজপুরের শিক্ষক দম্পতি কৌশিক মাহাতা ও তাঁর সহধর্মিনী অন্তরা মাহাতা তাঁদের ২০ তম বিবাহ বার্ষিকী উপলক্ষে মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার করলেন। আজ দুর্গাপুর ব্লাইণ্ড রিলিফ সোসাইটির প্রতিনিধি হিসেবে তাঁদের বাড়িতে স্থানীয় সমাজসেবী সংগঠন প্রচেষ্টা সংস্থার সদস্য অভীক মিশ্র এসে নির্দিষ্ট ফর্মে সই করিয়ে নিয়ে যান। কৌশিক মাহাতা প্রাইমারি স্কুলের শিক্ষক এবং তাঁর সহধর্মিনী অন্তরা মাহাতা দুবরাজপুর পাবলিক স্কুলের শিক্ষিকা। বাড়িতে রয়েছে তাঁদের একমাত্র পুত্র সন্তান। এদিন শিক্ষক কৌশিক মাহাতা জানান, আমরা আজ মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার করলাম। সমাজ যাতে এরকম কাজে এগিয়ে আসুক। আর আমাদের মৃত্যুর পরে আমাদের পুড়িয়ে দেওয়া হয়। ফলে আমাদের সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়। তাই আমাদের মৃত্যুর পরে যদি আমাদের চোখ কোনো দৃষ্টিহীন মানুষের কাজে লাগে তাহলে তাঁরা দৃষ্টি ফিরে পাবে। তাই আমাদের ভালো লাগবে। অন্যদিকে তাঁর স্ত্রী শিক্ষিকা অন্তরা মাহাতা জানান, আজকের এই বিশেষ দিনে আমরা স্বামী-স্ত্রী মিলে মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার করলাম। আমাদের মৃত্যুর পর যদি আমাদের চোখ কারোর কাজে লাগে তাহলে খুব খুসি হব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *