বর্ধমান শহরের শালিমার লজে নব দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বর্ধমান শহরের শালিমার লজে নব দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার।
বর্ধমান শহরের শালিমার লজ সেখান থেকে উদ্ধার নব দম্পতির ঝুলন্ত দেহ। যুবকের নাম মহাদেব পাত্র, যুবতীর নাম প্রিয়াঙ্কা মিত্র।
গতকালকে যুবক হোটেলের রুম ভাড়া নেয় এবং আজকে সকালে বর্ধমান শহরের শালিমার লজে যুবকটি একটি মেয়েকে নিয়ে আসে । হোটেলের কর্মচারীদের বোনের পরিচয় দিয়ে রুমের ভেতরে চলে যায় এবং হোটেলের কর্মচারীদের বলে আমরা মালপত্র গোছাচ্ছি এবং হোটেল ছেড়ে দেব।
তারপরে হোটেলের কর্মচারীরা যখন রুম পরিষ্কার করতে যান বারবার দরজা নক করলে ভিতর থেকে কোন সাড়া আসেনা। তাদের কোন সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হয় হোটেলের কর্মচারীদের। নব দম্পতি ঝুলছিল গলায় ফুলের মালা ঝুলছিল অর্থাৎ রুমের ভেতরেই তারা একে অপরকে বিয়ে করেছিলেন।
মৃতদেহ দুটি উদ্ধার করে বর্ধমান থানার পুলিশ নিয়ে যায় তদন্তের জন্য। উপস্থিত হয়েছিলেন ডিএসপি ট্রাফিক ২ রাকেশ চৌধুরী,বর্ধমান থানার ভারপ্রাপ্ত আই.সি সুখময় চক্রবর্তী সহ বিশাল পুলিশ বাহিনী। হোটেলে কর্মচারী ক্যামেরার মুখোমুখি হয়ে জানান, গতকাল রাতে ছেলেটি এসে হোটেলে রুম ভাড়া নেয় আমি ব্যাঙ্গালোরে চাকরি করি। তারপর আজ সকালে দশটা নাগাদ মেয়েটিকে নিয়ে আসে হোটেলে তাকে তার মাসির বোন বলে পরিচয় দেয় আমাদের কাছে এবং বলে আমরা হোটেল ছেড়ে দেবো। তারপরই রুম পরিষ্কার করার জন্য যায় আমাদের কর্মচারীরা কিন্তু দীর্ঘক্ষণ ডাকাডাকি করার পর কোন শব্দ আসে না। আমি তক্ষনাত আমাদের ম্যানেজার বাবুকে ফোন করি এবং সব বিষয়টা জানাই। তিনি আমাদের আরও কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *