দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- বীরভূম জেলার দুবরাজপুর থানার নিরাময় মোড়ের কাছে পানাগড়-দুবরাজপুর ১৪ নম্বর রাজ্য সড়কে ছাই বোঝাই ট্যাংকার উল্টে যায়। যদিও বা কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুবরাজপুর থানার পুলিশ। এই দুর্ঘটনার ফলে বেশকিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। তবে দুবরাজপুর থানার পুলিশের তৎপরতায় খুব শীঘ্রই যানজট মুক্ত করা হয়। ঐ গাড়ির চালক অরবিন্দ সরকার জানান, বক্রেশ্বর তাপবিদ্যুত থেকে ছাই বোঝাই করে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিলাম। কিন্তু নিরাময় মোড়ের কাছে বাম্পার টপকাতে গিয়ে গাড়ির চ্যাচিস থেকে ট্যাঙ্কার ছিঁড়ে পড়ে যায়। যদিও বা আমার কোনো জায়গায় লাগেনি। আমার সাথে এরকম ঘটনা প্রথম ঘটল। দুবরাজপুর থানার পুলিশ ঐ ট্যাঙ্কারটা সরানোর জন্য ক্রেনের ব্যবস্থা করছে।
রাজ্য সড়কে উল্টে গেল ছাই বোঝাই ট্যাঙ্কার।

Leave a Reply