দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বহু বছর পর চালু হতে চলেছে বুনিয়াদপুরে সরকারি বাস স্ট্যান্ড। জানা গেছে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সকাল থেকেই বুনিয়াদপুরে সরকারি বাস স্ট্যান্ড চালু হবে পুনরায়। উল্লেখ্য বিগত বেশ কয়েক বছর আগে বুনিয়াদপুরে সরকারি বাস স্ট্যান্ড চালু হওয়ায় কিছুদিনের মধ্যেই কোন অজানা কারণবশত বাসস্ট্যান্ডে বাস প্রবেশ বন্ধ হয়ে যায়। এরপর থেকে বহুদিন পেরিয়ে গেলেও বুনিয়াদপুর বাসস্ট্যান্ডে বাস প্রবেশ বন্ধ ছিল। বাসস্ট্যান্ডে বাস প্রবেশ না করায় প্রতিনিয়ত সমস্যায় পড়তে হতো সাধারণ মানুষ থেকে শুরু করে দূর-দূরান্ত থেকে আগত যাত্রীদের। স্থায়ী বাস স্ট্যান্ড চালু না হওয়ায় রাজ্য সড়ক এবং জাতীয় সড়কের পাশে বাস দাঁড়িয়ে যাত্রী ওঠানামা হয় বুনিয়াদপুর শহরে। রাজ্য সড়ক ও জাতীয় সড়কে বাস যাত্রী ওঠানামা করানোর ফলে প্রতিনিয়ত যানজট বাড়ছিল শহরে। বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে মহকুমা শাসকের তত্ত্বাবধানে বুনিয়াদপুর পৌরসভার সহযোগিতায় আগামীকাল থেকে বুনিয়াদপুরে সরকারি বাস স্ট্যান্ড নতুনভাবে শুভারম্ভ হতে চলেছে। বুনিয়াদপুরের পৌর প্রশাসক অখিল চন্দ্র বর্মন জানিয়েছেন “বাসস্ট্যান্ডে নতুন করে বাস প্রবেশ শুরু হলে এলাকাবাসীদের দীর্ঘদিনের সমস্যা মিটবে।”
দীর্ঘ কয়েক বছর পর নতুন করে চালু হতে চলেছে বুনিয়াদপুরে সরকারি বাস স্ট্যান্ড।

Leave a Reply