নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- প্রাচীন মন্দিরের গ্রিলের তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য। সারা বছর প্রণামি বাক্সতে দান করা অর্থ চুরি করে নয় দুষ্কৃতীরা। ঘটনাটি নদীয়ার শান্তিপুরের বাগআঁচড়া বাগদেবী মায়ের মন্দিরের। জানা যায় আজ সকালে মন্দিরের গ্রিল খোলা অবস্থায় দেখতে পায় স্থানীয়রা, এরপর খবর দেয় মন্দিরের সেবাইত কে। মন্দিরের সেবাইত এসে দেখে গ্রিলের তালা ভাঙ্গা, এরপরে দেখে প্রণামী বাক্সর তিনটি তালা ভাঙ্গা অবস্থায় রয়েছে, এছাড়াও প্রণামী বাক্সতে থাকা টাকা পয়সা কিছুই নেই। মন্দিরের সেবাইত জানিয়েছেন, সারা বছরের ভক্ত বৃন্দদের দানের টাকা প্রায় ১৫-১৬ হাজার টাকা ছিল, চক্রান্ত করেই কে বা কারা এই চুরির ঘটনা ঘটিয়েছে। জানা যায় প্রত্যেক বছর ফাল্গুন মাসের প্রথম দিন থেকে মায়ের আরাধনার মধ্যে দিয়ে মেলা শুরু হয়, আর ভক্ত বৃন্দদের দান করা প্রণামী বাক্সের অর্থ পুজোর ক্ষেত্রে অনেকটাই কাজে লাগে। খোলামেলা পরিবেশ হলেও আজ পর্যন্ত এই মন্দিরে কোনদিন চুরির ঘটনা ঘটেনি, এই প্রথম মন্দিরে চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। তবে চুরির ঘটনা শান্তিপুর থানার পুলিশকে জানানো হয়, চুরির ঘটনার সাথে কে বা কারা জড়িত ইতিমধ্যে তার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। যদিও বেশ কিছুদিন ধরেই শান্তিপুরের বিভিন্ন এলাকায় একের পর এক যেভাবে চুরির সংখ্যা বাড়ছে, তাতে করে কপালে চিন্তার ভাঁজ শান্তিপুর থানার পুলিশ প্রশাসনের।
প্রাচীন মন্দিরের গ্রিলের তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য।

Leave a Reply