নিজস্ব সংবাদদাতা,বালুরঘাট:- করোনা অতিমারির বিধিনিষেধ কাটিয়ে বালুরঘাট মাহিনগর চার্চে পালিত হল বড়দিন। অনান্যবারের মত জাঁকজমকপূর্ণ আকারে চলে ক্যাথলিক এই চার্চের অনুষ্ঠান পর্বগুলি। ওই চার্চে যীশুর প্রার্থনায় খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সঙ্গে উৎসবে মাতেন অন্যরাও। সাধারণ মানুষ বা দর্শনার্থীদের প্রবেশ অবাধ ছিল। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট মাহিনগরের অনান্য চার্চগুলিতেও বড়দিন পালিত হয় সারম্বরে। আশাপাশ এলাকায় প্রচুর মানুষ ভিড় জমায় সেখানে।
করোনা অতিমারির বিধিনিষেধ কাটিয়ে বালুরঘাট মাহিনগর চার্চে পালিত হল বড়দিন।

Leave a Reply