নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- পরিষ্কার বলে রাখছি, হুমকি দেওয়ার সময় স্বাস্থ্য সাথীর কার্ডটা পকেটে নিয়ে হুমকি দেবেন। মেরে হাত ভেঙে চিকিৎসা করিয়ে বাড়ি পাঠাবো। কেন্দ্রীয় বাহিনীটা সরিয়ে নিন তারপর বুঝবো কত ধানে কত চাল।গত 23 ডিসেম্বর রানাঘাটের বিজেপির শুভেন্দু অধিকারীর সভামঞ্চে দাড়িয়ে বিজেপি নেতা পুলিশ সরিয়ে নিলে 1 ঘণ্টার কম সময় লাগবে তৃণমূলকে দেখে নেওয়ার। সেই মঞ্চে দাড়িয়ে আজ কুণাল ঘোষ বলেন : ধানতলা ধর্ষণ ও কুৎসিত কাণ্ডে অভিযুক্ত তারা এখন বিজেপির মঞ্চে ঘুরে বেড়াচ্ছে।
তারা আবার হুমকি দিচ্ছে পুলিশ সরিয়ে দিন, বুঝে নিচ্ছি। আমরা বলছি আপনাদের কেন্দ্রীয় বাহিনীটা সরিয়ে নিন তারপর বুঝবো কত ধানে কত চাল।
আমরা গন্ডগোল চাইনা। আপনাদের গাছে বাঁধার পাইলটটা শুভেন্দুকে দিয়ে শুরু করুন।
এদিন কুণাল ঘোষ মঞ্চে আরও বলেন
আমার কোনো কোনো অশান্তিতে জড়াবো না। আমাদের কাউকে যদি হামলা করে গাল বাড়িয়ে দিন, পুলিশকে অভিযোগ করুন, দলকে জানান।
ধানতলা ধর্ষণ ও কুৎসিত কাণ্ডে অভিযুক্ত তারা এখন বিজেপির মঞ্চে ঘুরে বেড়াচ্ছে : কুণাল ঘোষ।

Leave a Reply