আবদুল হাই, বাঁকুড়াঃ শীত মানেই একঘেয়েমি কাটিয়ে কোথাও বেড়াতে যাওয়া । পরিবারের আত্মীয়-স্বজনদের নিয়ে একটু অন্যরকম পরিবেশে গিয়ে সময় কাটানো । তাই শীতের মরশুমে বাঁকুড়া জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে ইতিমধ্যেই পর্যটকরা ভিড় জমতে শুরু করেছেন । এই যেমন বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের দামোদর নদীর রনডিহা ড্যাম যার এক প্রান্তে রয়েছে বাঁকুড়া জেলা অপর প্রান্তে পূর্ব বর্ধমান জেলা । প্রতিবছর এই ড্যামে শীতের মরশুমে দূরদূরান্ত থেকে পর্যটকরা ভিড় জমান । তবে শুধুমাত্র বাঁকুড়া জেলা নয় আশেপাশের জেলা এমনকি ভিন রাজ্য থেকেও এখানে পর্যটকের আনাগোনা দেখতে পাওয়া যায় । দামোদর নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে বছরের বিভিন্ন সময়ে কমবেশি পর্যটকের ভিড় থাকে । বাঁকুড়া জেলার অন্যান্য পর্যটন কেন্দ্র গুলির মধ্যে অন্যতম এই রণডিহা ড্যাম স্বাভাবিকভাবেই শীতের মরশুমে পর্যটকদের ভীড় থাকে বছরের অন্যান্য দিনের তুলনায় একটু বেশি । সে কারণে প্রশাসনিক নজরদারিও থাকে যথেষ্ট । পর্যটকদের যাতে কোন সমস্যার সম্মুখীন হতে না হয় সে কারণে বাঁকুড়া জেলা প্রশাসন অত্যন্ত সতর্ক থাকেন ।
শীত পড়তেই সোনামুখীর রণডিহা ড্যামে ভিড় জমাতে শুরু করেছেন পর্যটকরা ।

Leave a Reply