দুয়ারে সরকার সাফল্যের পর দুয়ারে পুলিশ পরিষেবা অনুষ্ঠিত হলো ধুলাগড় পশ্চিম পাড়ায়।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া :- পশ্চিমবঙ্গ সরকারের অভাব ইউনিয়ন প্রকল্প দুয়ারে সরকার সেই দুয়ারে সরকার সারা ভারতবর্ষে আলোড়ন সৃষ্টি করেছে। সেই সঙ্গে রাষ্ট্রপতি হাত থেকে পুরস্কার পেতে চলেছে এই দুয়ারে সরকারের জন্য রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মস্তিষ্কপ্রসুন এই দুয়ারে সরকার সাধারণ জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করেছে । তেমনি আবার একটা নুতন প্রকল্প নিয়ে হাজির পশ্চিমবঙ্গ সরকার প্রান্তিক পাড়ায় পাড়ায় পুলিশি পরিষেবা । হাওড়া সিটি পুলিশের উদ্যোগে সাঁকরাইল থানার প্রয়াসে ধুলাগর পশ্চিম পাড়ায় অনুষ্ঠিত হলো প্রান্তিক পাড়ায় পাড়ায় পুলিশে পরিষেবা ক্যাম্প। যে সকল সাধারণ ব্যক্তিরা থানায় গিয়ে অভাব অভিযোগ করতে সাহস পান না কিংবা কারুর চোখ রাঙানি অথবা ভয়ের জন্য থানায় পৌঁছাতে পারেন না সে সকল ব্যক্তিদের সুবিধার্থে এই প্রকল্প এমনই জানালেন প্রশাসনিক উচ্চতর কর্তা ব্যক্তিরা। ধুলাগড় পশ্চিমপাড়াযর এই ক্যাম্পে উপস্থিত ছিলেন প্রশাসন উচ্চতর কর্তা ব্যক্তি থেকে শুরু করে সাঁকরাইল বিধায়িকা প্রিয়া পাল এবং এলাকার জনপ্রতিনিধিরা। এলাকা সাধারণ মানুষ তাদের অভাব অভিযোগ থানায় না গিয়ে এখানেই ডায়েরি এবং মতামত পোষণ করতে পারলেন এমনই অভিনব পন্থায় খুশি সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *