পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- জমি বিবাদের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে, ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের বাজুয়াড়া এলাকায়, জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম শেখ ফজলু, বয়স আনুমানিক ৬২ বছর, পরিবারের অভিযোগ জায়গা জমি নিয়ে দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরেই বিবাদ ছিল পাশের বাড়ির সাথে, সেই বিবাদ চরম আকার ধারণ করে বুধবার সন্ধ্যায়, এরপর লাঠি সোটা দিয়ে মারধর করে বলে অভিযোগ, এরপর পরিবারের সদস্যরা কেশপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে, ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়, ইতিমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়েছে কেশপুর থানার পুলিশ। ঘটনায় এলাকায় উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
জমি বিবাদের জেরে প্রতিবেশীর হাতে মারধর খেয়ে মৃত্যু হল এক ব্যক্তির, ঘটনায় চাঞ্চল্য বাজুয়াড়াতে।

Leave a Reply