নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বার্ষিক গ্রাম সভা অনুষ্ঠিত হয়।চাঁদুড়িয়া এক নম্বর জিপিতে শিমুরালি নিত্যানন্দ মঠের সামনে।এই বার্ষিক গ্রাম সভার আগে প্রত্যেকটি সংসদ এলাকায় গ্রামের বা অঞ্চলের নাগরিকদের কথা শোনা হয় এবং নাগরিকরা যে সমস্ত কাজের কথা বলেছেন সেই কথা পঞ্চায়েতের এ্যাকশন প্ল্যান্টে তোলা হয়।
বার্ষিক গ্রাম সভা চাঁদুড়িয়া জিপিত।

Leave a Reply