অবলা অসুস্থ পশুর চিকিৎসার জন্য প্রশাসনের দরজায় দরজায় ঘুরে চলেছেন পশুপ্রেমীরা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- অবলা অসুস্থ পশুর চিকিৎসার জন্য প্রশাসনের দরজায় দরজায় ঘুরে চলেছেন পশুপ্রেমীরা। লিখিত আবেদন জানিয়েও মিলছেনা প্রশাসনের সেই রকম কোন সহযোগিতা। পুরসভা থেকে প্রাণী সম্পদ বিকাশ দফতরের চিকিৎসার আর্জি জানিয়ে আবেদন। যৌনাঙ্গে সংক্রমণ হয়ে মুমূর্ষ অবস্থায় রয়েছে ওই ষাঁড়টি। গত প্রায় এক মাস ধরে সংক্রামণ নিয়ে ভুগছে ষাঁড়টি। মালদহ শহরের রথবাড়ি বাজার চত্বরে রয়েছে ষাঁড়টি। স্থানীয় বাসিন্দা থেকে ব্যাবসায়ীরা খাবার দেওয়া সহ যতটা পারছেন দেখভাল করছেন। তবে ষাঁড়টির নিয়মিত চিকিৎসা প্রয়োজন। যদিও স্থানীয়দের কাছ থেকে আবেদন পেয়ে জেলা প্রানী সম্পদ বিকাশ দফতরের পক্ষ থেকে চিকিৎসক পাঠানো হয়েছিল। চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করেছেন। তবে স্থানীয়দের দাবি, ষাঁড়টিকে দ্রুত সুস্থ করে তুললে নিয়মিত সঠিক চিকিৎসা প্রয়োজন। এমনকি সংক্রমনের জায়গাটিতে নিয়মিত ওষুধ দিয়ে চিকিৎসা প্রয়োজন। এরজন্য ষাঁড়টিকে পশু হাসপাতালে নিয়ে যেতে হবে। স্থানীয়দের দাবি, সরকারি পশু হাসপাতালের তরফ থেকে সঠিকভাবে চিকিৎসা করা হচ্ছে না, দায় সারা কাজ করছেন তারা, প্রশাসনের পক্ষ থেকে ষাঁড়টিকে পশু হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করতে হবে‌।স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই মালদহ শহরের রথবাড়ি বাজার চত্বরে ওই ষাঁড়টি রয়েছে। বাজারে ঘোরা ফেরা করে। গত এক মাস আগে স্থানীয়রা লক্ষ করেন ষাঁড়টির যৌনাঙ্গে আঘাতের চিহ্ন। ধারালো অস্ত্র দিয়ে কেটে দেওয়া হয়েছে। ধীরে ধীরে সেখানে সংক্রমণ শুরু হয়। বর্তমানে খুব খারাপ অবস্থায় রয়েছে। ক্রমশ বৃদ্ধি পাচ্ছে সংক্রমণ।তাই স্থানীয়রা দ্রুত সঠিক চিকিৎসা করার দাবিতে প্রশাসনের দারস্থ হয়েছে। বর্তমানে যেমন চিকিৎসা চলছে তাতে দ্রুত সুস্থ হওয়ার সম্ভবনা নেই। তাই সঠিক চিকিৎসা করে দ্রুত সারিয়ে তোমার দাবি স্থানীয়দের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *