নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বোমা ফেটে বাঁ হাতে তিনটে আঙুল উড়ল এক ব্যক্তির । আহত ব্যক্তির নাম দিলীপ মন্ডল (৪০) ঘটনাটি নদীয়ার চাকদা থানার নেতাজি বাজার এলাকায়। জানা গেছে বুধবার দিলীপ মন্ডল তার বাড়ির উঠোনে হাঁষ মুরগির খাঁচার নিচে একটি ব্যাগ দেখতে পান এরপর সেটি বার করতে গেলেই ঘটে বিপত্তি, ব্যাগের মধ্যে থাকা বোমা ফেটে তার বাঁ হাতের তিনটি আঙ্গুল উড়ে যায়, ঘটনাস্থলে গুরুতর যখন অবস্থায় তাকে নিয়ে আসা হয় কল্যাণী জেএনএম হাসপাতালে। দিলীপ মন্ডলের দাবি তিনি কিছুই জানতেন না সাধারণ রাজমিস্ত্রির কাজ করেন তিনি ওই খাঁচার নিচে ব্যাগ দেখেই তিনি বার করতে যান তারপর এই ঘটনা দুর্ঘটনা। ঘটনা তদন্তে চাকদা থানার পুলিশ।
বোমা ফেটে বাঁ হাতে তিনটে আঙুল উড়ল এক ব্যক্তির।

Leave a Reply