নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—-ফ্রী মেডিক্যাল ক্যাম্পের ফলে উপকৃত হলেন বালক বালিকা থেকে শুরু করে বৃদ্ধরা। প্রত্যন্ত এলাকার মানুষেরা যাতে সহজে চিকিৎসা পরিষেবা পায় তাই এমন উদ্যোগ গ্রহণ করেছে উত্তর সুরী নামক একটি সংগঠন। মালদার মানিকচকের লালবাথানি এলাকায় উত্তর সুরীর সংগঠনের তরফে ফ্রী চিকিৎসার আয়োজন করা হয়। এই মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন মালদার মানিকচক গ্রামীণ হাসপাতালের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অভিক শঙ্কর কুমার।সহ অনান্য চিকিৎসা কর্মীরা।মানিকচক গ্রামীণ হাসপাতালের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অভীক শঙ্কর কুমার শিশু থেকে বৃদ্ধদের ভালো ভাবে চিকিৎসা করেন ও স্বাস্থ্য সম্পর্কে তাদের সচেতনা করেন।পাশাপাশি এই শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ সমাজসেবী ইমরান হাসান।তিনি বলেন ২০২৩ থেকে এই উত্তর সুরির পথ চলা শুরু হলো।যারা বৃদ্ধ অবসাদ গ্রস্ত , যারা হাসপাতাল পর্যন্ত যেতে পারেন না তাদের জন্য এই প্রয়াস।
ফ্রী মেডিক্যাল ক্যাম্পের ফলে উপকৃত হলেন বালক বালিকা থেকে শুরু করে বৃদ্ধরা।

Leave a Reply