জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- ‘প্রান গেলেও নদী থেকে বালি তুলতে দিব না’ মঙ্গলবার দুপুরে
বালি মাফিয়া বিরুদ্ধে বিক্ষোভ, ঘটনায় চাঞ্চল্য ধূপগুড়ির মাগুরামারী-২ নং গ্রমা পঞ্চায়েত দক্ষিন আলাতাগ্রাম এলাকায়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে ঐ এলাকায় নদী বাঁধ নির্মাণের দাবিতে আন্দোলন সামিল হন গ্রামবাসীরা । তারা ভূমি রক্ষা কমিটির ব্যানারে আন্দোলন শুরু করে। তাদের আন্দোলনে সারা দিয়ে পরিদর্শনে আসেন মন্ত্রী। মন্ত্রীর আশ্বাসে শুরু হয় অস্থায়ী বাঁধ নির্মাণের কাজ। গ্রামবাসীদের অভিযোগ, ১ লা জানুয়ারি দিন বালি মাফিয়ারা বাঁধ কেটে নদী থেকে বালি চুরির জন্য রাস্তাঘাট তৈরি করে। বালি চুরির জন্য নিয়ে আসা হয় জেসিপি। গ্রামবাসীরা বাধা দিলে বালি মাফিয়াদের হুমকির মুখে পড়তে হয় বলে অভিযোগ। এমনকি কি বালি মাফিয়া এবং স্থানীয়রা বচসাও বাধে। বাধ্য হয়ে গ্রামবাসীরা নদী থেকে বালি চুরি রুখতে সারারাত ধরে পাহাড় দিতে থাকে। দাবি, কয়েকদিন ধরে তারা দল বেঁধে পাহাড়া দিচ্ছে। স্থানীয়দের দাবি, এমনিতেই নদী ভাঙ্গনে তাদের ভিটেমাটি নদীর তলায় তলিয়ে যাচ্ছে। আর নদী থেকে বালি তোলা হবে অচিরেই তাদের ভিটেমাটি নদীর তলায় চলে যাবে। অনুমতি থাকুক আর নাই থাকুক তারা প্রান থাকতে নদী থেকে বালি তুলতে দেবে না, এমনেই আওয়াজ তোলে স্থানীয়রা। এদিন ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার বিরাট পুলিশ বাহিনী। তাদের ঘিরেও ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।
বালি মাফিয়া বিরুদ্ধে বিক্ষোভ, চাঞ্চল্য ধূপগুড়ির মাগুরামারী-২ নং গ্রমা পঞ্চায়েত দক্ষিন আলাতাগ্রাম এলাকায়।

Leave a Reply