পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- পঞ্চায়েত ভোটকে সামনে রেখে ২রা জানুয়ারি কলকাতার নজরুল মঞ্চে রাজ্যের সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের নিয়ে দলীয় বৈঠক করেন সর্বভারতীয় ভারতের তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই তৃণমূল কংগ্রেস নেতৃত্বদের জন্য নতুন এক কর্মসূচির উদ্বোধন করা হয়। দিদির সুরক্ষা কবচ এই নতুন কর্মসূচি নিয়েই রাজ্যের বিভিন্ন ব্লকে ও পৌরসভায় মাঠে নামছে তৃণমূল কংগ্রেস। ১১ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে এই কর্মসূচি। মোট ১৫টি সরকারি প্রকল্পের সুবিধা মানুষ পাচ্ছেন কিনা সেই ব্যাপারে দেখতেই মাঠে নামবে দিদির দূত। সেই মর্মেই ৩রা জানুয়ারি পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তারপরই বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস আজ বিধায়ক কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বলেন, আপনারা জানেন ইতিমধ্যেই নজরুল মঞ্চ থেকে আমাদের নতুন এক কর্মসূচি গ্রহণ করা হয়েছে দিদির সুরক্ষা কবচ। মোট ১৫ টি প্রকল্পের সুবিধা সঠিকভাবে মানুষ পাচ্ছেন কিনা তার জন্যই এই প্রকল্প। ১১ই জানুয়ারি থেকে আমাদের শহর অঞ্চলে ঘুরবেন দিদির দূতরা। আবাস যোজনা নিয়ে দুর্নীতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিধায়ক খোকন দাস বলেন, আপনারা দেখতে পাচ্ছেন বিরোধীরা শুধুমাত্র কুৎসা অপপ্রচার করছে দিদির বিভিন্ন জনমুখী প্রকল্পগুলো নিয়ে। বিরোধীরা কোথায় আছে আপনারা বলুন টিভির পর্দায় ছাড়া। ৯০% ভালো হলে সেটা দেখতে পাচ্ছে না যদি কোন মতে দশ শতাংশ খারাপ হচ্ছে সেটাই বারবার মানুষের কাছে তুলে ধরছে। যদিও বিরোধীদের মানুষ প্রত্যাখ্যান করেছেন। ২০২১ সালে নির্বাচনে বিপুল সংখ্যক মানুষ আবার আস্থা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *