নদীয়া, নিজস্ব সংবাদদাতা :-রবিবার নদীয়ার হাঁসখালি থানার বগুলাতে গৌরহরি মিশন মডার্ন টোলের পক্ষ থেকে বগুলা শহরজুড়ে মিছিল বের করা হয়। মিশনকে সরকারি স্বীকৃতি দেওয়ার দাবি সহ পুরোহিত ভাতা চালু করার দাবি নিয়ে মহিলা এবং পুরুষ মিলিয়ে প্রায় দু হাজার মানুষ মিছিলে অংশগ্রহণ করেন। মিশনের সাধারণ সম্পাদক অভিরাম বিশ্বাস জানিয়েছেন,”মুসলিমদের বিভিন্ন রকম মসজিদ তৈরি করে ইমাম ভাতা দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। সুপ্রিম কোর্টের নির্দেশে সংবিধানের ২৫ এবং ২৬ ধারা অনুযায়ী অব্রাহ্মণদেরও পৌরহিত্য করার অধিকার রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আমরা ইতিমধ্যে প্রায় এক হাজারেরও বেশি পুরুষ এবং মহিলাকে উপনয়ন দিয়ে পৌরহিত্যের প্রশিক্ষণ দিয়েছি। আমরা চাই ব্রাহ্মণ এবং অব্রাহ্মণদের পুরোহিত ভাতা চালু করা হোক। এবং আমাদের মিশনকে সরকারি স্বীকৃতি দেওয়া হোক।
‘
অব্রাহ্মণ পুরোহিতদের সরকারি স্বীকৃতির দাবিতে গৌরহরি মিশন মডার্ন টোলের পক্ষ থেকে বগুলা শহরজুড়ে মিছিল।

Leave a Reply