নিজস্ব সংবাদদাতা, মালদা:- বড়সড় সাফল্য মালদা থানা পুলিশের। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পুরাতন মালদার সাহাপুর এলাকা থেকে ৫ মাদক কারবারিকে গ্রেফতার করে মালদা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ কয়েক মাস ধরেই পুরাতন মালদার বিভিন্ন এলাকায় চুরির ঘটনা বেড়েই চলেছিল। এই চুরির পেছনে রয়েছে মাদাকাসক্তদের হাত। পুলিশ বিশেষ অভিযানে নেমে এই মাদকাসক্তদের সূত্র ধরে অভিযান চালায়। সেই হিসেবে শনিবার রাত্রে সাহাপুর এলাকায় অভিযান চালিয়ে ৫ যুবককে মাদক কারবারিকে গ্রেফতার করে মালদা থানার পুলিশ। রবিবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
বড়সড় সাফল্য মালদা থানা পুলিশের।

Leave a Reply