আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তৃণমূল নেতার জেল হেফাজত।

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের হেতমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি অভিনিবেশ রায়ের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দুবরাজপুর আদালতের। গতকাল সোমবার রাত্রে দুবরাজপুর থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। জানা যায়, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের আইটি সেলের কর্মী তথা জেলা তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সদস্য সোহিনী সূত্রধর গত ৮ জানুয়ারি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। ঐদিন সন্ধ্যায় সোহিনী সূত্রধরের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে অভিনিবেশ রায়ের বিরুদ্ধে দুবরাজপুর থানায় এফআইআর দায়ের করা হয় পরিবারের পক্ষ থেকে। সেই অভিযোগের ভিত্তিতে দুবরাজপুর থানার পুলিশ তদন্তে নেমে তাঁকে গ্রেপ্তার করে। দুবরাজপুর থানা থেকে আদালতে যাওয়ার সময় অভিনিবেশ রায় জানান, আমি নিরপরাধ, আমাকে ফাঁসানো হয়েছে। আজ তাঁকে দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক তাঁর জামিন খারিজ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। দুবরাজপুর আদালতের সরকারী আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে জানান, ৮ জানুয়ারি মৃতার বাবা গজানন সূত্রধর অভিনিবেশ রায়ের বিরুদ্ধে এফআইআর করেন। তাঁর বিরুদ্ধে ৩০৬ ধারা মামলা রুজু করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *