জামিয়া ইসলামিয়া মাদানি শান্তি মিশনে এবার আধুনিক শিক্ষাদান।

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদ:- ইসলামিক শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষাদান প্রক্রিয়া শুরু হতে চলেছে বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের সাহাপুর পঞ্চায়েতের অধীনে যাত্রা গ্রামের জামিয়া ইসলামিয়া মাদানি শান্তি মিশনে। এখানে উর্দু, আরবির পাশাপাশি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং স্নাতক বিভাগের সমস্ত বিষয় পড়ানো হবে এই মাদ্রাসায় বলে জানান জামিয়া ইসলামিয়া মাদানি শান্তি মিশনের সাধারণ সম্পাদক ও বীরভূম জেলা জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মৌলানা আনিসুর রহমান সাহেব। তিনি আরও জানান, আমরা ২০০৪ সালে তিনজন ছাত্র এবং একজন প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক নিয়ে মাদ্রাসায় হিফ্জ ও আরবি শিক্ষা শুরু করেছিলাম। কিন্তু বর্তমানে আমাদের ছাত্র সংখ্যা পোঁছে দাঁড়িয়েছে ১৫২ জন। মাদ্রাসা শুরু থেকে আজ পর্যন্ত ২৩০ জন হাফিজ পাস করেছেন এই মাদ্রাসা থেকে। তাঁরা আজ দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে শিক্ষাদান করে চলেছেন। উল্লেখ্য, ডিজিটাল যুগে পৃথিবী অতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। বিজ্ঞানের চরম উৎকর্ষতার যুগে প্রযুক্তির কঠিন চ্যালেঞ্জকে মােকাবেলা করে দেশ, জাতি ও বিশ্বকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ইহজাগতিক কল্যাণ ও শান্তি এবং পরকালীন মুক্তির জন্য চাই এমন একটি শিক্ষা ব্যবস্থা, যা হবে বিজ্ঞান ও প্রযুক্তি সম্বলিত ইসলামী ও নৈতিকতার সুষম সমন্বয়ে গঠিত এবং সু-চিন্তিত। মাদ্রাসা শিক্ষায় ইসলাম ধর্ম যথাযথ শেখানো হয়। সেইসঙ্গে শিক্ষার্থীদের জীবন ধারণ সংক্রান্ত ও বিভিন্ন জাগতিক কাজকর্মে পারদর্শী হয়ে ওঠা ও উৎকর্ষ সাধন করার জন্য, জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখায় যথার্থ পারদর্শিতা অর্জনে ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ বা ইংরেজি মাধ্যমে পড়ূয়া ছাত্রছাত্রীদের সঙ্গে প্রতিযোগিতায় তারা যেন সমানভাবে অংশ নিতে পারে, সেই লক্ষ্যে মাদ্রাসা শিক্ষাকে সম্পূর্ণভাবে ঢেলে সাজানো হবে বলে জানা যায়। আগামী ১৫ থেকে ২০ জানুয়ারির মধ্যে এই শিক্ষা ব্যবস্থা শুরু হতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *