নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- লাগাতার হাতির হানায় ক্ষতিগ্রস্ত কালচিনি ব্লকের খোকলাবস্তির বাসিন্দারা বনদফতরের হ্যামিল্টণগঞ্জ রেঞ্জের রাঙ্গামাটি বীট কার্যালয় ঘেরাও করে বিক্ষোভে সামিল। খোকলাবস্তির এলাকার বাসিন্দারা বর্তমানে বুনো হাতির হানা বৃদ্ধি পেয়েছে প্রায় প্রতি রাতে গ্ৰামে হাতি প্রবেশ করে তাণ্ডব চালাচ্ছে । গত পরশু হাতির আক্রমণে জখম হয়েছে এক মহিলা বর্তমানে সে আলিপুরদুয়ার হাসপাতালে চিকিৎসাধীন । এদিন গ্ৰামবাসীরা আহত মহিলাকে চিকিৎসা করার দাবিতে এবং গ্ৰামে বনদফতরের পাহাড়া দেওয়ার দাবিতে বীট কার্যালয়ে এসে ক্ষোভ দেখায়। বনদফতরের হ্যামিল্টণগঞ্জ রেঞ্জের রেঞ্জ অফিসার এলাকাবাসীদের সাথে বৈঠক করেন এবং আশ্বাস দেন আহত মহিলার চিকিৎসা খরচ প্রদান করা হবে এবং খোকলাবস্তি গ্ৰামে বনকর্মীরা পাহাড়া দেবে।
লাগাতার হাতির হানায় ক্ষতিগ্রস্ত কালচিনি ব্লকের খোকলাবস্তির বাসিন্দারা বনদফতরের হ্যামিল্টণগঞ্জ রেঞ্জের রাঙ্গামাটি বীট কার্যালয় ঘেরাও করে বিক্ষোভে সামিল।

Leave a Reply