আবদুল হাই, বাঁকুড়াঃ কলকাতা ইনস্টিটিউট অফ টেকনিক্যাল এডুকেশনের উদ্যোগে পথ নিরাপত্তা সচেতনতা সপ্তাহ বিষয় নিয়ে একটি কর্মশালা ও পদযাত্রা অনুষ্ঠিত হল বাঁকুড়ার খাতড়াতে। বুধবার খাতড়ার একটি বেসরকারি লজে কর্মশালা অনুষ্ঠিত হয়। পরে ব্লক এলাকার ছাত্রছাত্রী, খেলোয়াড় সহ সাধারণ মানুষজনেরা বিভিন্ন পথ সচেতনতামূলক প্লাকার্ড হাতে নিয়ে খাতড়া এসডিও মোড় থেকে খাতড়া দাসের মোড় পর্যন্ত একটি পদযাত্রায় পা মেলান। এদিনের কর্মশালা ও পদযাত্রায় উপস্থিত ছিলেন খাতড়ার ডিএমডিসি থেন্ডুপ ভুটিয়া, খাতড়া মহকুমার সহকারী বিদ্যালয়ের পরিদর্শক মাধ্যমিক বিভাগ অনিমেষ সৎপথি, খাতড়া থানার পুলিশ আধিকারিক সহ কলকাতা ইনস্টিটিউট অফ টেকনিক্যাল এডুকেশনের কর্ম কর্তারা।
পথ নিরাপত্তা সচেতনতা সপ্তাহ নিয়ে কর্মশালা ও পদযাত্রা।

Leave a Reply