মালদহের ভূতনিতে বিক্ষোভের মুখে কেন্দ্রীয় মন্ত্রী! দেখানো হলো কালো পতাকা, বিক্ষোভে বাসিন্দারা।

নিজস্ব সংবাদদাতা, নিজস্ব সংবাদদাতা:-  বিক্ষোভের মুখে কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী। দেখানো হলো কালো পতাকা । মালদার উত্তর চণ্ডীপুর গ্রামে। গঙ্গা ভাঙ্গন ও আবাস যোজনার দুর্নীতি নিয়ে মন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন গ্রামবাসীরা। মন্ত্রী সকলের কথা না শুনে চলে যাওয়ায়, তাঁকে কালো পতাকা দেখানো হয় বলে অভিযোগ।
প্রসঙ্গত মঙ্গলবার সকালে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে চড়ে দু’দিনের মালদহ সফরে এসেছেন কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কপিল মোটেশ্বর পাটিল। মঙ্গলবার দিন বিজেপির মালদা জেলা কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করেন। এরপরে ওই দিনই প্রশাসনিক স্তরে বৈঠক করার কথা থাকলেও সেটি বাতিল হয়ে যায়।এ ব্যাপারে তিনি জেলা প্রশাসনের উপর ক্ষোভ উগরে দিয়েছিলেন। এরপরই বুধবার দুপুরে তিনি মানিকচকে উত্তর চণ্ডীপুর এলাকায় যান। সেখানে বিএস হাইস্কুলে ঢোকেন। তাঁর সঙ্গে ছিলেন ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী, মানিকচকের বিজেপি নেতা তথা জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি গৌড়চন্দ্র মণ্ডল সহ অন্যান্যরা।
সেখানে আগে থেকেই কয়েকজন স্থানীয় বাসিন্দা অপেক্ষা করছিলেন। এলাকার কিছু বাসিন্দার কাছ থেকে আবাস নিয়ে অভিযোগপত্রও গ্রহণ করেন কেন্দ্রীয় মন্ত্রী।
অভিযোগ জানাতে আরও অনেক গ্রামবাসী সেখানে জড়ো হয়ে যান। তাঁরা প্রত্যেকেই চেয়েছিলেন সরাসরি কেন্দ্রীয় মন্ত্রীকে অভিযোগ জানাতে। এরপর সরাসরি উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের দফতরে ঢোকেন মন্ত্রী।
গ্রামবাসীরা অভিযোগ জানাতে চেয়েও জানাতে পারেননি। মন্ত্রী আর কারোর সঙ্গেই কথা না বলে পঞ্চায়েত দফতরে ঢুকে পড়েন। কিন্তু সেখান থেকে তিনি বেরোতেই গ্রামবাসীদের রোষের মুখে পড়েন। বিক্ষোভ দেখানোর পাশাপাশি কালো পতাকাও দেখান তাঁরা। এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *