পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বর্ধমান শহরের ১৬ নম্বর ওয়ার্ডের মিরছোবা এলাকায় চুরির ঘটনা ঘটে একটি ব্যাটারির দোকানে এবং অপর একটি টায়ারের দোকানে। শুক্রবার রাত আড়াইটা নাগাদ এই দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটে। জাতীয় সড়কের ধারেই এই দোকান দুটি। দোকানে সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে অপরিচিত ব্যক্তি দোকানের ভিতর ঢুকে ঘুরে বেড়াচ্ছেন এবং সবকিছু তন্নতন্ন করে খুজছেন। টায়ার শোরুম এর মালিক শ্রীকান্ত পাল জানান, রাত আড়াইটা নাগাদ এক দুষ্কৃতী আমার দোকানে ঢুকে নগদ প্রায় দু লক্ষ টাকা মতো চুরি করে নিয়ে গেছে। শুধুমাত্র আমার দোকান নয়, আমার পাশে একটি ব্যাটারির দোকান রয়েছে সেখানে সেখানে ঢুকেও তারা নগদ টাকা চুরি করে নিয়ে গেছে। জানলা ভেঙ্গে তারা ঢুকেছিল দোকানের মধ্যে। পরপর দুটি দোকানের চুরির ঘটনায় বেশ চাঞ্চল রয়েছে এলাকায়। যদিও দুই দুষ্কৃতীকে সনাক্ত করতে পারেননি দোকানের মালিক।
দুঃসাহসিক চুরি বর্ধমান শহরের মিরছোবা এলাকায়।

Leave a Reply