চুরির ঘটনায় চ্যাঞ্চল মালদহের হবিবপুর থানার আইহো নামোটলা এলাকায়।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- চুরির ঘটনায় চ্যাঞ্চল মালদহের হবিবপুর থানার আইহো নামোটলা এলাকায়।তবে রাতে নয় ভর দুপুরে সাহায্য চাওয়ার নাম করে বাড়িতে ঢুকে পরে।ওই বাড়ির মালিক অজিত সিংহ জানান সাহায্য চাওয়ার নাম করে দুই মহিলা বাড়িতে ঢুকে সে সময় বাড়ি তে কেউ ছিলো না সকলেই ছাদে বসেছিলো সে সুযোগ নিয়ে আলমারি খুলে চুরি করে ৫০০ টাকা পরে পরিবারের লোকেরা ঘরে ঢুকতেই দেখে আলমারি খোলা অবস্থায় পরে রয়েছে তরিঘরি ওই দুই মহিলাকে হাতেনাতে ধরা পড়ে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর বেলা হবিবপুর থানার আইহো নমোটলা এলাকায়।যার জেরে ব্যাপক চাঞ্চলের ছড়ায় গোটা নামোটলা এলাকা জুড়ে।এদিন দুপুরে দুই মহিলা জল খাওয়ার নাম করে বাড়িতে ঢুকে, সেই সময় বাড়িতে লোক না থাকায় তারা ফাঁকা বাড়ি পেয়ে আলমারি খুলে নগদ টাকা পয়সা চুরি করতে গিয়ে সে সময় ওই বাড়ির অন্যান্য সদস্য চলে এলে হাতে নাতে ধরে ফেলে। খবর দেওয়া হবিবপুর থানা পুলিশকে। ঘটনার স্থলে পুলিশ পৌঁছে দুজনকে আটক করে নিয়ে যায় থানায়।পুলিশ সূত্রে জানা যায় ওই দুই মহিলার নাম পিংকি দাস পূজা দাস তাদের স্থায়ী কোন ঠিকানা নেই তারা পাকুয়াহাট এলাকায় তিরপল খাটিয়ে বাসস্থান করছেন বিভিন্ন জায়গায় সাহায্য চাই এমনটাই জানিয়েছেন ওই দুই মহিলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *