নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফালাকাটা ব্লকের বিভিন্ন স্থানে বসেছে বিদ্যার দেবী সরস্বতীর প্রতিমার হাট। বহু মানুষ এসব হাট থেকে সরস্বতীর প্রতিমা কিনছেন।আলিপুরদুয়ার জেলার বিভিন্ন প্রান্তের, শিক্ষা প্রতিষ্ঠান ও বাসা-বাড়িতে চলছে পূজার শেষ প্রস্তুতি। আগামী কাল অর্থ্যাৎ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে সরস্বতী পূজা। প্রতি বছরের মতো এবছরও শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে বাড়িতে বাড়িতে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজনের মধ্য দিয়ে এই পূজা অনুষ্ঠিত হবে। এ পূজার প্রধান অনুসঙ্গ হল প্রতিমা। ফালাকাটা ব্লকের জটেশ্বরেও সরস্বতী প্রতিমার হাট বসেছে। প্রতিমা বিকিকিনি চলবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত। যে যার পছন্দ আর সাধ্য মতো কিনছেন প্রতিমা। তবে এ বছর প্রতিমার দাম অন্যান্য বছরের তুলনায় একটু বেশি বলে দাবি করেন ক্রেতারা। প্রতিমা কিনতে আসা এক ক্রেতা বলেন, “প্রতি বছরের মতো এ বছর বাড়িতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। সেজন্য জটেশ্বরে সরস্বতী প্রতিমা কিনতে এসেছি। কিন্তু গত বছরের তুলানায় এ বছর দাম তুলনা মূলক বেশি। দেখে শুনে সাধ্যমতো কেনার চেষ্টা করছি।” তবে এদিকে ফালাকাটা ব্লকের জটেশ্বরের চয়ন বড়ুয়া নামে এক যুবক বিভিন্ন মডেলের সরস্বতী প্রতিমা তৈরি করেছেন। যা নজর কেড়েছে ক্রেতাদের। সেই প্রতিম গুলি ভালোই বিক্রি হচ্ছে জানিয়েছে ওই যুবক। এদিন চয়ন জানায়, “ছোট থেকেই মাটির প্রতিমা গড়ার শখ ছিল। কয়েক বছর ধরে জটেশ্বরে হাটে সরস্বতী প্রতিমা বিক্রি করছি। এবার নিত্য নতুন ভাবে সরস্বতী প্রতিমা বানিয়েছি। ক্রেতারাও পছন্দ করছে। বিক্রি ভালোই হয়েছে।ভবিষ্যতে দূর্গা প্রতিমা গড়ার ইচ্ছে রয়েছে তার।”
ফালাকাটা ব্লকের জটেশ্বরেও সরস্বতী প্রতিমার হাট বসেছে।

Leave a Reply