নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- কাক ভোর থেকে লম্বা লাইন।চলছে সাজুগুজু।কয়েক হাজার তিন বছর থেকে ষাট বছর বয়সী মেয়েদের।দিদি নাম্বার ওয়ানের অডিশন।চাকদহ ব্লকের, চাকদহ -কল্যানী বাইপাস রাস্তার পাশে, চাঁদুড়িয়া এক নম্বর জিপির মলিচাগর মোরে এই অডিশন চলছে।অডিশনের সময় সকাল এগারো টা থেকে বিকাল চারটে পযর্ন্ত।এই প্রত্যন্ত গ্রামে দিদি নাম্বার ওয়ানে অডিশন কে কেন্দ্র করে ভোর বেলা থেকে ছিল টানটান উত্তেজনা।এই গেম শো তে যাবার জন্য যারা এতদিন মুখিয়ে ছিল।সেই সুযোগ হাতছাড়া করতে কেই চাইছিল না। তাই সকাল থেকে অভিভাবকেরা তাদের সন্তানদের সাজিয়ে গুছিয়ে তৈরী করে মলিচাগরে চলে আসে।অডিশন কে কেন্দ্র করে দেখা গেল ভিন্ন রুপ। মার সাথে মেয়েও অডিশন দিলো। দিদি নাম্বার ওয়ান এত জনপ্রিয় যে মেয়ের সাথে মাও অডিশনে আসে।প্রায় চারশোর ওপরে অডিশন দেয়। এই প্রত্যন্ত গ্রামে অডিশন নেবার ব্যবস্থা করে দেয় উত্তর চাঁদুড়িয়া স্থানীয় যুব সংঘ ক্লাব।
দিদি নাম্বার ওয়ানের অডিশন চাকদহ ব্লকের, চাকদহ -কল্যানী বাইপাস রাস্তার পাশে, চাঁদুড়িয়া এক নম্বর জিপির মলিচাগর মোরে।

Leave a Reply