পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আগামীকাল অর্থাৎ শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার আনন্দপুর ময়দানে সভা করবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, ইতিমধ্যেই সভামঞ্চের কাজ প্রায় শেষের মুখে, নিরাপত্তার তাগিদে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা পুলিশ প্রশাসনের তরফে, ইতিমধ্যেই শেষ লগ্নে প্রস্তুতি বৈঠক সেরে ফেললেন দুই সাংগঠনিক জেলার উচ্চ নেতৃত্ব, তবে আগামীকাল লক্ষাধীক মানুষের সমাগম হবে ওই সভায়,শুক্রবার বিকেলে এমনটাই জানিয়ে দিলেন বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শিউলি সাহা, পাশাপাশি তিনি আরো বলেন পার্শ্ববর্তী জেলা থেকে বহু মানুষ আসার আগ্রহ প্রকাশ করেছে।
সাংসদ অভিষেকের সভাকে সামনে রেখে প্রস্তুতি তুঙ্গে আনন্দপুরে,লক্ষাধিক মানুষের সমাগম হবে, জানালেন শিউলি সাহা।

Leave a Reply