উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- বাজনা বাজিয়ে বিদায় জানালেন প্রধান শিক্ষককে। কোথায় আছে সময় কখনো স্থির থাকে না ঘড়ির কাঁটা টিকটিক করে চলতে থাকে। যার শুরু আছে তার শেষও আছে তাই এই বিদায় বেলায় গোপালপুর অবৈনতিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তড়িৎ বিকাশ ভদ্র কে বাজনা বাজিয়ে স্কুল থেকে কালিয়াগঞ্জ নিজ বাড়িতে পৌঁছে দিলেন এলাকাবাসী সহ স্কুলের অন্যান্য মাস্টার ও ছাত্রছাত্রীরা। প্রধান শিক্ষক শিক্ষকতা করতে গিয়েছিলেন গোপালপুর প্রাথমিক বিদ্যালয় কিন্তু কখন তিনি এই গ্রামের একজন মানুষ হয়ে উঠলেন তিনি আজ বুঝতে পারলেন গ্রামের মানুষ ছাত্র-ছাত্রীরা চোখের জলে বিদায় জানালেন। প্রধান শিক্ষককে মন থেকে ছাড়তে না চাইলেও সরকারি নিয়মকে যে সবাইকে মানতে হবে তাই সেই কারণেই শিক্ষককে বিদায় সম্বর্ধনা জানালেন সাংস্কৃতিক অনুষ্ঠান মিষ্টিমুখ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে। তিনি স্কুলের ছাত্র-ছাত্রীদেরকে নিঃসন্তান ভাবেই শ্রেয় ও পড়াশোনা শেখাতেন। তিনি চোখের জলকে আর আটকাতে রাখতে পারলেন না তিনিও ছাত্রছাত্রীদের সঙ্গে হয়ে এলাকাবাসীর সাথে চোখের জলে ভাসলেন বিদায় বেলায় শুধু তিনি জানান শিক্ষকতা করতে এখানে আসছিলাম কিন্তু কখন গ্রামের একজন মানুষ হয়ে উঠেছি আমি নিজেও বুঝতে পারিনি। শুধু ছাত্রছাত্রীদের কাছে এটাই কামনা করি তারা বড় হোক শিক্ষা একমাত্রই মানুষকে মানুষ করতে পারে।
বাজনা বাজিয়ে বিদায় জানালেন প্রধান শিক্ষককে।

Leave a Reply