উত্তর বঙ্গের ঘন অরণ্য কে ভেদ করে প্রভাবিত হয়েছে মূর্তি নদী।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- উত্তর বঙ্গের ঘন অরণ্য কে ভেদ করে প্রভাবিত হয়েছে মূর্তি নদী। যা ডুয়ার্সের অন্যতম সেরা আকর্ষণ। নদীর চারিদিকের পরিবেশ আকর্ষণ করে পর্যটক দের।অদম্য প্রাণ শক্তি তে ভরপুর এই নদীটি। এখন নদীর মূল আকর্ষণ হচ্ছে নদীর গর্ভে রয়েছে বড় ছোট আকৃতির পাথর থেকে বোলডারের ভরপুর ।এই নদীতে সারা বছর জল দেখা যায়।এই সময়ে জলের পরিমাণ কম হলেও জল অত্যনত ঠান্ডা ও পরিস্কার। ডুয়ার্সের বিভিন্ন নদীর থেকে কয়েক বছর থেকে বন্ধ রয়েছে পাথর কিংবা বোলডার তোলা ।ফলে নদীর নিজস্ব রুপ সৌন্দর্যে ফিরে এসেছে ।তার মধ্যে একটি নদী হল মূর্তি নদী। চারিদিকের অপূর্ব সৌন্দর্যের জন্য বিভিন্ন ধরনের পর্যটক রা এখানে আসে। যদিও সরকারের তরফে নদীর আশেপাশে নিষিদ্ধ রয়েছে পিকনিক করা।তাই লোকজনের সমাগম একদম ই এখন দেখা না গেলেও নদীর নিজস্ব সৌন্দর্য দেখতে গেলেই এখন দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *