চকলেট ডে তে শীতের নতুন সোয়েটার এবং চকলেট নিয়ে স্কুল ছাত্রীদের মাঝে চিকিৎসক।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- চকলেট ডে তে শীতের নতুন সোয়েটার এবং চকলেট নিয়ে স্কুল ছাত্রীদের মাঝে চিকিৎসক। সঙ্গী স্বেচ্ছাসেবী সংগঠন হুমাইপুর প্রকাশ ফাউন্ডেশন।
উত্তরবঙ্গের জলপাইগুড়ি মানেই প্রবল শীত। শীতকালে স্কুলের ছাত্রীদের পরনের গরম পোশাক নেই জানতে পারেন মেখলিগঞ্জ হাসপাতালের সুপার ডাঃ তাপস কুমার দাস। তখনই মাথায় আসে এদের পাশে দাঁড়াতে হবে। সম্প্রতি জলপাইগুড়ি শহরের দেশবন্ধু নগর বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের এই সমস্যার কথা জানতে পেরেছিলেন চিকিৎসক দাস। পেশাগতভাবে সমাজের অসহায় দূর্বল মানুষের প্রতি তার বিশেষ সহানুভূতির কথা সকলেই জানেন। রাস্তায় পরে থাকা বহু রোগীদের হাসপাতালে নিয়ে গিয়ে সেবা করে জীবন দান করেছেন ডাঃ তাপস কুমার দাস। কিন্তু এবার তিনি চিকিৎসক সত্ত্বার বাইরে বেড়িয়ে চিন্তা করেছেন অসহায় স্কুল ছাত্রীদের কথা। দীর্ঘদিন ধরেই তিনি যুক্ত হুমাইপুর প্রকাশ ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে। উদ্যোগ নিতে দেরী করেন ডাঃ দাস। প্রকাশের সাথেই হাত মিলিয়ে ১০৭ জন স্কুল ছাত্রীর জন্য ব্যবস্থা করেছেন শীতের সোয়েটারের। তার সাথে চকলেট। এদিন তাই তুলে দেওয়া হলো ছাত্রদের হাতে।

অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকেই সাজোসাজো রব স্কুলে। চিকিৎসক সহ অতিথিদের স্বাগত জানাতে ত্রুটি ছিল না কিছুই। উদ্বোধনী সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শুরু হয়। নিজের বক্তব্য রাখতে গিয়ে ডাঃ দাস বলেন দারিদ্র্যতা থেকে বেড়িয়ে আসার একমাত্র পথ হলো বই। তাই ছাত্রীদের ভালো করে লেখাপড়া করতে উৎসাহ দেন তিনি৷ এরপরেই এক এক করে তুলে দেওয়া হয় উপহার।

এই বিষয়ে ডাঃ তাপস কুমার দাস জানান, স্কুলছাত্রীদের অবস্থা দেখে নিজের পুরানো দিনের কথা মনে পড়ে যাচ্ছিল। তাই হুমাইপুর প্রকাশ ফাউন্ডেশনের সাথে এই আয়োজন করতে বাধ্য হয়েছি।

এবিষয়ে হুমাইপুর প্রকাশ ফাউন্ডেশনের সভাপতি নব্যেন্দু মৌলিক জানান, ডাঃ তাপস কুমার দাস একজন অসাধারণ মানুষ। চিকিৎসক হিসেবে তার কাজ বহুবার প্রশংসা কুড়িয়েছে। আজ তিনি যা করলেন তা যে কোনো প্রশংসার তুলনায় কম।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানান, এই উদ্যোগের ফলে বিদ্যালয়ের ছাত্রীরা স্কুলে আসতে আরও উৎসাহ পেলো। ডাঃ দাস এবং স্বেচ্ছাসেবী সংগঠনকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *