কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: ২০১৫-২০১৬ থেকে ২০২২ পর্যন্ট বাংলার বাড়ি প্রকল্পের বকেয়া কিস্তি ৪৩৮ জন বেনিফিশিয়ারি হাতে তুলে দিলো কোচবিহার পৌরসভা। বুধবার কোচবিহার পৌরসভার সামনে ওই অনুষ্ঠান হয়। ওই অনুষ্ঠানের প্রদীপ প্রজ্জালন করে সূচনা করেন জেলা শাসক পবন কাদিয়ান। এদিন সেখানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সুমিত কুমার,সদর মহকুমা শাসক রাকিবুর রহমান,কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা।
জানা গেছে, আজ বাংলার বাড়ির প্রকল্পে ৪৩৮ জন বেনিফিশিয়ারি হাতে সব কিস্তির মিলে ২ কোটি ৬৮ লক্ষ ৮ হাজার টাকা তুলে দেওয়া হলো কোচবিহার পৌরসভা পক্ষ থেকে। পাশাপাশি স্বামীহারা বিধবা মা বোনদের ন্যাশনাল ফ্যামিলি বেনিফিসারী স্কিমের আওতায় ৫৯ জনকে ৪০ হাজার টাকা করে দেওয়া হয়। যার পরিমাণ হবে ২৩ লক্ষ ৬০ হাজার টাকা।
Leave a Reply